নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ডিসিএটেক লিমিটেডের একটি নতুন সেলস্ সেন্টার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। গত ২৮ জুন ২০২৫, শনিবার বিকাল ৪:৩০ ঘটিকার সময় এলিফ্যান্ট রোডস্থ স্টার প্যালেশ ভবনের পঞ্চম তলায় নতুন সেলস্ সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Zhengzhou New Century Digital Co. Ltd এর স্বত্বাধিকারী Mr. JIN LIFENG (KING) এবং Windy Group এর ব্যবস্থাপনা পরিচালক মো. মেজবাহ উদ্দিন খান (কিসলু) CIP, বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. মাহবুবুল হক (মিল্লাত), উপসচিব মাহবুবুল হক (আপেল), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নাজমুল করিম দুলাল, বিশিষ্ট নারী নেত্রী ও সমাজ সেবক অ্যাডেভােকট শাহানা আক্তার (সানু), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রেজাউল-বিল্লাহ (শিমুল), বিশিষ্ট শিক্ষানুরাগী ড. নিজাম উদ্দিন, এলিফ্যান্ট রোড কম্পিউটার সিটি সেন্টার মালিক সমিতির সদস্য সচিব নজরুল ইসলাম হাজারীসহ ব্যাংকার, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ডিসিএটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসেন। তিনি এলিফ্যান্ট রোড কমপিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) ২০২৫-২০২৬ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর অ্যাপিল বোর্ডের চেয়ারম্যানও।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)