নিজস্ব প্রতিবেদক: অনলাইন পোর্টাল উদ্যোক্তা বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক, অর্থনীতি বিটের জ্যেষ্ঠ সাংবাদিক এবং দৈনিক বাংলার গৌরব পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মু. জোনায়েদ মানসুরের নয় মাস বয়সী আদরের পুত্রসন্তান আরশ জাবির শনিবার (২১ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘ দেড় মাস ধরে নানা শারীরিক জটিলতায় চিকিৎসাধীন ছিল ছোট্ট শিশু আরশ জাবির। তাকে রাজধানীর আইসিডিডিআরবি, মুগদা হাসপাতাল, বারডেম মা ও শিশু হাসপাতালসহ একাধিক স্বাস্থ্যসেবাকেন্দ্রে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ জুন) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ।
অত্যন্ত প্রতিভাবান ও নিরলস একজন সাংবাদিক হিসেবে পরিচিত জোনায়েদ মানসুরের পরিবারের এই শোকাবহ ক্ষতি শুধু তাদের নয়—পুরো সাংবাদিক সমাজের জন্য এক গভীর বেদনার সংবাদ।
একটি অবুঝ শিশুর এভাবে অকালপ্রয়াণ সহকর্মী, বন্ধু, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সমাজের সদস্যদের মনে গভীর শোক ও বিষাদের ছায়া ফেলেছে।
মু. জেনায়েদ মানসুরের সহকর্মীরা এবং ‘উদ্যোক্তা বাংলাদেশ’ পরিবার এক শোকবার্তায় বলেন, “আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর দরবারে দোয়া করছি—তিনি যেন আরশ জাবিরকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন। আমিন।