480
ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
সবুর হাওলাদার, ঢাকা
জুন ১৫, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি–বিজিএমইএর ২০২৫-২৭ মেয়াদের জন্য মাহমুদ হাসান খান সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ জুন) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত কার্যনির্বাহী পদ বণ্টন নির্বাচনে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করে নির্বাচন বোর্ড। একইসঙ্গে কমিটির অন্যান্য পদের জন্যও আটজন প্রার্থী মনোনয়ন জমা দেন এবং প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল নির্বাচনের ফল ঘোষণা করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য সৈয়দ আফজাল হাসান উদ্দিন ও আশরাফ আহমেদ।

তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়নের বিরুদ্ধে আপিল না করায় বৈধভাবে জমা পড়া সব মনোনয়নপত্র গ্রহণ করে অফিস বেয়ারার পদে মনোনীত প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়।

বিজিএমইএর নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন– প্রথম সহ সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ সভাপতি ইনামুল হক খান, সহ সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সহ সভাপতি মো. রফিক চৌধুরী।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন নবনির্বাচিত কমিটির সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি তিনি নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, বিজিএমইএর নতুন নেতৃত্ব দেশীয় গার্মেন্টস খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, গত ৩১ মে বিজিএমইএর ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে আজ পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হলো। আগামী ১৬ জুন উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।