480
ঢাকাবৃহস্পতিবার , ৫ জুন ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

‘দুর্নীতিবাজরা বড় গরু কিনতে পারছে না’

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
সবুর হাওলাদার, ঢাকা
জুন ৫, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জ্যেষ্ঠ প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে। এই অবস্থা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতবারের চেয়ে এবারের গরুর দাম কিছুটা কম। আমাদের পর্যাপ্ত গরু আছে, যারা কিনতে চান তাদের কোনো সমস্যা হবে না। গরুর বাজার নিয়ে আলাপচারিতায় তিনি বলেন, ‘আগে দুর্নীতির টাকায় পকেট ভরা ছিল, এখন তো আর দুর্নীতির টাকা নাই। এজন্য বড় গরু কিনতে পারছে না। বিশেষ করে যাদের ‘ব্ল্যাকমানি’ অবৈধ টাকা ছিল, তারা তো বড় বড় গরু কিনত, এখন তো বড় গরু কেনা ‘ডিফিকাল্ট’ কষ্টসাধ্য। তারপরও আমাদের যাদের সৎ পয়সা আছে, তারা অনেকে বড় গরু কিনছেন। সৎ পয়সাওয়ালা বহু লোক বড় বড় ব্যবসায়ী তারা বড় গরু কিনবেন।’

গরুর হাটে গরু রাখার জন্য অতিরিক্ত টাকা আদায় সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জায়গার জন্য আলাদাভাবে কোনো টাকা নেওয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকেও আলোচনা হয়েছে বলে তিনি জানান। এর আগে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে টিকিটের বাড়তি দাম আদায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখনো তার কাছে কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে এবং ঈদযাত্রায় কেউ অতিরিক্ত ভাড়া নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

যানজট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সবাই মিলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানজট নিয়ন্ত্রণ সম্ভব। তিনি বলেন, গাড়ি চালানো, কোরবানির পশুবাহী ট্রাক চলাচল এবং পথচারীদের রাস্তা পারাপার—সবক্ষেত্রেই নিয়ম মেনে চলা প্রয়োজন। সবাই যদি নিয়ম মেনে চলে এবং অন্যদেরকেও তা অনুসরণে উৎসাহিত করে, তাহলে সড়কে শৃঙ্খলা বজায় থাকবে এবং সামগ্রিকভাবে আইনশৃঙ্খলাও উন্নত থাকবে।