নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি ফেসবুক পোস্টে লাইক ও মন্তব্য করার অভিযোগে মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেনকে নিয়ে করা সেই পোস্টে প্রতিক্রিয়া জানানোয় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত ১৪ এপ্রিল জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সচিব মো. তোফাজ্জেল হোসেনকে নিয়ে একটি পোস্ট দেন। ওই পোস্টে মন্তব্য ও প্রতিক্রিয়া জানান অভিযুক্ত কর্মকর্তারা। এরপর ৪ মে অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
নোটিশপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা হলেন—মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম সানোয়ার রাসেল, সহকারী প্রধান আবু মোহাম্মদ আসাদুজ্জামান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. ফরিদ হোসেন, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. সালমুন হাসান বিপ্লব এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান।
সূত্র জানায়, ফেসবুকে লাইক ও মন্তব্যের মাধ্যমে তারা ‘প্রশাসনিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন’—এমন অভিযোগ এনে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না। আগামী নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে কর্মকর্তাদের।
এ বিষয়ে অভিযুক্ত কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তবে কেউ কেউ এটিকে ‘অতিরিক্ত কঠোর’ ব্যবস্থা বলে মনে করছেন।