480
ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

বিএভিএস-এ গাড়ি কেলেঙ্কারি: ১০ লাখ টাকার গাড়ি ‘ভুয়া নিলামে’ ৬০ হাজারে

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক
মে ১৬, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

#জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন মা ও শিশু সেবা প্রদানকারী সংস্থা বিএভিএস-এর (বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি স্টেরিলাইজেশন) একটি প্রায় নতুন গাড়িকে ‘নষ্ট’ দেখিয়ে ভুয়া নিলামের মাধ্যমে মাত্র ৬০ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, গাড়িটির প্রকৃত বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা হলেও বিএভিএস-এর উপপরিচালক নজরুল ইসলাম সেই গাড়িটি নিজে ব্যবহারে রেখে দেন।

ঘটনার পর বিষয়টি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জানাজানি হলে প্রতিবাদ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) আব্দুস সালাম (আইডি: ২০২৯৯) নিজে বিএভিএস প্রধান কার্যালয়, মিরপুর-২ এ এসে অভিযুক্ত ফাইলটি গোপনে সরানোর চেষ্টা করেন। তার সঙ্গে ছিলেন উপসচিব আব্দুল ওয়াদুদ। তবে কর্মচারীদের তীব্র প্রতিবাদের মুখে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

এ ঘটনার পর থেকে অভিযোগ রয়েছে, অতিরিক্ত সচিব আব্দুস সালাম ও তার ঘনিষ্ঠ কর্মকর্তারা প্রতিষ্ঠানটির সৎ কর্মকর্তা ও কর্মচারীদের নানাভাবে হয়রানি ও চাপ প্রয়োগ করে যাচ্ছেন।

বিএভিএস প্রধান কার্যালয়, মিরপুর মডেল থানার পশ্চিম পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে বর্তমানে চরম অস্থিরতা বিরাজ করছে। কর্মীরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।