৩১ মে অনুষ্ঠিতব্য বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭ সামনে রেখে বিজিএমইএ নির্বাচনী বোর্ড গতকাল (১৫ মে) বিজিএমইএ এর উত্তরাস্থ কার্যালয়ে নির্বাচনী আচরণ বিধি নিয়ে এক সভার আয়োজন করে।
বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান, মোহাম্মদ ইকবাল এতে সভাপতিত্ব করেন। সভায় বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন, নির্বাচন বোর্ডের সদস্যবৃন্দ এবং নির্বাচনে প্রতিদ্বন্ধিকারী প্যানেলগুলোর প্রধান নির্বাচন সমন্বয়কারীসহ অধিকাংশ প্রার্থীই উপস্থিত ছিলেন।
সভায় প্রার্থী ও তাদের সমর্থকদের জন্য নির্বাচনী আচরণ বিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান সভায় উপস্থিত প্রার্থীদের ধন্যবাদ জানান এবং আসন্ন নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার বিষয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত প্রার্থীরা স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ, গ্রহনযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বিজিএমইএ নির্বাচন বোর্ডকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন বলে নিশ্চয়তা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)