আইএমএফের স্ট্যাফ লেভেল সমঝোতা হওয়ায় আগামী জুনের মধ্যে সব মিলিয়ে সাড়ে তিন বিলিয়ন ডলার বিদেশি ঋণ পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, এ ক্ষেত্রে আইএমএফ দেবে ১৩০ কোটি ডলার। বাকি ২২০ কোটি ডলার আসবে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, এআইআইবি ও ওপেক থেকে। আজ বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে রপ্তানি, রেমিট্যান্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দর বাড়বে না বলে তিনি মনে করেন। গভর্নর বলেন, বাজারভিত্তিক করার মানেই যে কোনো দরে কিনবে তেমন না। এখন যে দরে বেচাকেনা হচ্ছে তার আশপাশেই থাকবে বলে তিনি আশা করেন।
ডলারের দাম নির্ধারণ করবে ‘বাজার’ : মার্কিন ডলারের দাম এখন থেকে বাজারের মাধ্যমে নির্ধারিত হবে, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে তিনি বলেন, আশা করছি, ডলারের দাম বর্তমানে যে স্তরে আছে, তা ওই স্তরের আশপাশে থাকবে।
ডলারের দাম বাজারভিত্তিক করার বিষয়ে কয়েক মাস ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সঙ্গে বাংলাদেশ দর–কষাকষি করছিল। এই প্রক্রিয়ার কারণে আইএমএফ বাংলাদেশের ঋণের কিস্তি ছাড়ছিল না। তবে, গতকাল জানা যায়, বাংলাদেশ ডলারের বিনিময় হার আরও নমনীয় করতে রাজি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে, চলমান ৪৭০ কোটি ডলারের ঋণের দুটি কিস্তি একসঙ্গে ছাড় করতে রাজি হয় আইএমএফ। আজ বুধবার এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এখন থেকে ডলারের বিনিময় হার বাজারই নির্ধারণ করবে। জানা গেছে, আজ বুধবার (১৪ মে) সকালে ব্যাংকগুলোকে বাজারভিত্তিক দামে লেনদেন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এখনকার দামের সাথে অতিরিক্ত পার্থক্য যাতে না হয়, সেদিকে নজর রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর আরও বলেন, ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার জন্য এখনই উপযুক্ত সময়। এর পেছনে তার যুক্তি ছিল, এখন প্রবাসী আয় ভালো আসছে, রিজার্ভ স্থিতিশীল রয়েছে এবং লেনদেন ভারসাম্যের উন্নতি হয়েছে। আগামী জুন মাসের মধ্যে ৩৫০ কোটি ডলার আসবে, যার ফলে রিজার্ভ আরও বাড়বে। তাই, বিনিময় হার বাজারভিত্তিক করার জন্য এটাই সেরা সময়।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)