480
ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

স্বর্ণ তৈরির মেশিনেই মিললো স্বর্ণের চালান

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
জ্যেষ্ঠ প্রতিবেদক:
মে ৫, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

জ্যেষ্ঠ প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার স্বর্ণালঙ্কার তৈরির মেশিনের ভেতর লুকানো অবস্থায় স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার রাতের দিকে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর কাছ থেকে কৌশলে আনা ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ কর্মকর্তা বরুণ দাস।

তিনি বলেন, চাঁদপুর শাহরাস্তি সুমন মিয়া নামের ওই যাত্রী রাত সোয়া ১১টার দিকে মালয়েশিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। পরবর্তীতে ইমিগ্রেশন শেষ করে কাস্টমস হলে এলে তার লাগেজ স্ক্যান করলে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। অনেক জিজ্ঞাসাবাদ করলেও সে স্বর্ণের বিষয়টি অস্বীকার করে। পরে তার স্বর্ণালঙ্কার তৈরির ওই মেশিন ঘিরে সন্দেহ হয়। এক পর্যায়ে ওই মেশিনের ভেতরে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণের চাকতি পাওয়া যায়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, চোরাকারবারীরা অভিনব কায়দায় স্বর্ণপাচারের চেষ্টা করছেন। কিন্তু কাস্টমসের প্রিভেনটিভ টিমের সতর্কতার কারণে তারা সফল হতে পারছে না। একের পর এক তাদের কৌশল ধরাও পড়ছে।