সংবাদ বিজ্ঞপ্তি: প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের তাকাফুল ও মেট্রো প্রোজেক্টের নতুন বীমা কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস। সম্প্রতি কোম্পানিটির প্রধান কার্যালয়ে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানি সচিব ফরহাদ উদ্দিন, সিএফও মো. শহিদুল ইসলাম, ডিএমডি সবুজ তালুকদার, ডিএমডি জাহিদুল আলম ভূইঁয়া সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)