নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হয়েছেন ৩৮ জন। শনিবার যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে নির্বাচন বোর্ড।
আগামী ১০ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে ৩৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই ৩৮ জন প্রার্থী। নির্বাচিত ৩৫ জন পরিচালকের মধ্য থেকে পরে সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতিসহ নয়জন নির্বাচিত হবেন।
এর আগে ৯ এপ্রিল শেষ দিনে ৪২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এই ৪২ জনের মধ্যে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেলের ছিলেন ৩৯ জন। স্বতন্ত্র প্রার্থী ছিলেন জি এম হায়দার আলী, মো. মনির হোসেন শেখ ও মো. শাহজাহান আলম।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল শনিবার বিকেল ৩টা। শেষ দিনে চারজন মনোনয়ন প্রত্যাহার করেন। তারা হলেন মোহাম্মদ হাতেমের প্যানেলের এ এস এম কামরুল আহসান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, মোহাম্মদ আব্দুল মোমেন ও এম. নাসিরুদ্দীন।
মোহাম্মদ হাতেমের প্যানেল থেকে যে ৩৫ জন প্রার্থী হয়েছেন। তারা হলেন- মোহাম্মদ হাতেম, মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মো. সামসুজ্জামান, অমল পোদ্দার, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ রাশেদ, আশিকুর রহমান, মো. জামাল উদ্দিন মিয়া, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, নন্দ দুলার সাহা, মো. আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মিনহাজুল হক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, মোহাম্মদ নজরুল ইসলাম, গাওহার সিরাজ জামিল, আহমেদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফওজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, আহসান খান চৌধুরী, মো. শাহরিয়ার সাইদ, রাজীব চৌধুরী, মো. মহসিন রাব্বানি, সালাহ উদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জামান, এম. ইসফাক আহসান, মো. মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, আব্দুল বারেক ও মো. ইয়াসিন।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)