পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর আসন্ন নির্বাচনকে সামনে রেখে ‘সংকটে, অর্জনে, দুর্জয়ে কান্ডারী’ স্লোগানে সম্মিলিত পরিষদ জোট তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। এ উপলক্ষে শনিবার (১৯ এপ্রিল) উত্তরার জায়ান্ট বিজনেস টাওয়ারে কেক কেটে সংগঠনটি তাদের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করে।
চৈতি গ্রুপের চেয়ারম্যান আবুল কালামকে সম্মিলিত পরিষদের প্রধান হিসেবে ঘোষণা দিয়ে নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক শত গার্মেন্টস ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
নেতারা তাদের বক্তব্যে বর্তমান পোশাকশিল্পের সংকট, ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। তারা জানান, নির্বাচনে বিজয়ী হলে এসব সংকট কাটিয়ে উঠতে সক্রিয়ভাবে কাজ করবেন।
জানা গেছে, বিজিএমইএ নির্বাচন ২০২৫-এ সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে প্রস্তুতি ও প্রচারণা।