নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরোজ আহাম্মদ এর নিয়োগ নবায়ন অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে আগামী ৩ বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন করে গত ২৫ মার্চ চিঠি ইস্যু করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
আইডিআরএ’র উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ৩ জানুয়ারি ২০২৫ থেকে ২ জানুয়ারি ২০২৮ পর্যন্ত তার এই পুনর্নিয়োগ অনুমোদন করেছে কর্তৃপক্ষ।
9
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)