নিজস্ব প্রতিবেদক : জনতা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে আবু বকর সিদ্দিকের নিয়োগ নবায়ন অনুমোদন
জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী পদে মুহাম্মদ আবু বকর সিদ্দিকের নিয়োগ নবায়ন অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আগামী তিন বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন করে ১৬ মার্চ চিঠি ইস্যু করেছে আইডিআরএ।
আইডিআরএ’র উপপরিচালক (নন লাইফ) মোঃ সোলায়মান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৮ পর্যন্ত তার এই নিয়োগ অনুমোদন করে কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)