ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী পদে তালুকদার মো. জাকারিয়া হোসেনের নিয়োগ নবায়ন অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আগামী তিন বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন করে ১৬ মার্চ চিঠি ইস্যু করেছে আইডিআরএ। আইডিআরএ’র উপপরিচালক (নন লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ০৫ জানুয়ারি ২০২৫ থেকে ০৪ জানুয়ারি ২০২৮ পর্যন্ত তার এই নিয়োগ অনুমোদন করে কর্তৃপক্ষ। তালুকদার মো. জাকারিয়া হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিভাগ থেকে বিএ অনার্স সহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
পরবর্তীতে ১৯৮৯ সালে ফেডারেল ইন্স্যুরেন্স অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩২ বছর যাবৎ তিনি নন লাইফ বীমা খাতে বিভিন্ন প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে কোম্পানি সচিব, উপ ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ইতিপূর্বে তিনি মেঘনা ইন্স্যুরেন্সে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৬ সাল থেকে ইউনিয়ন ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দি গ্লোবাল ইকোনমিক্সস লিমিটেড আয়োজিত ২০২১ সালের জেনারেল ইন্স্যুরেন্স খাতে ‘বেস্ট সিইও ইন জেনারেল ইন্স্যুরেন্স বাংলাদেশ’ নামক সম্মাননায় ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেনকে পুরস্কৃত করা হয়।