নিজস্ব প্রতিবেদক : স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে বীমা আইন, ২০১০-এর ১৩০ ধারায় আরোপ করা ৫ লাখ টাকা জরিমানা পরিশোধে ফের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
সোমবার (৭ এপ্রিল) কর্তৃপক্ষের পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত একটি স্মারকে জরিমানা পরিশোধের তাগিদ দেওয়া হয়।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি জরিমানার ৫ লাখ টাকা পরিশোধের তাগিদ দিয়েছিল আইডিআরএ।
সোমবার জারি করা স্মারকে বলা হয়, বীমা আইন ২০১০-এর ৫৮ ও ৫৯ ধারা লঙ্ঘনের দায়ে গত ১১ ফেব্রুয়ারি স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে ১৩০ ধারায় আরোপিত জরিমানা পরিশোধের জন্য তাগিদপত্র দেওয়া হলেও এখনো তা পরিশোধ করা হয়নি।
এ অবস্থায় জরিমানার ৫ লাখ টাকা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নামে পে- অর্ডার/ ব্যাংক ড্রাফটের মাধ্যমে অবিলম্বে পরিশোধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় বীমা আইন ২০১০ এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।