থামিয়ে দিন প্রভু
কামরুল হাসান সোহাগ
গাজার প্রান্তরে মাহে রমজানে
সেহেরীর সময় ভেসে আসে
মুয়াজ্জিনের কান্নার সুর,
শত শত ফিলিস্তিনি শিশুর লাশ,
শায়িত চিরতরে নিথর।
প্রভু, আর নিতে পাভরছি না,
থামিয়ে দিন এই নিষ্ঠুরতা,
যারা সীমালংঘন করেছে,
তাদের দিন উপযুক্ত শাস্তি।
আপনার নেক দরবারে,
তুলেছি দু’হাত প্রভু আমার,
রাব্বুল আলামীন, কবুল করুন,
আর যেন না ঝরে একটিও ফুল।
একটাই করি মিনতি প্রভু,
যুগে যুগে যারা লাঞ্ছনাকারী,
শিরকী, কাফির, বাছুর পূজারী,
তাদের নির্দয় হাত থেকে
রক্ষা করুন নিষ্পাপ জীবন,
ফুলের মতো শিশুর প্রাণ।
তুলেছি হাত দুটি মহান প্রভু,
আলীউল আলীম, শুনুন মিনতি,
আপনার রহমতের ছায়ায় রাখুন,
গাজার আকাশে শান্তি ফিরিয়ে দিন।