480
ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বেঙ্গল ইসলামি লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রব খানের মৃত্যুদাবি পরিশোধ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
মার্চ ৬, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

বেঙ্গল ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এমএ রব খানের মৃত্যুতে গ্রুপ বীমা ও অন্যান্য সার্ভিস বেনেফিটসহ ৪৫ লাখ ৬০ হাজার ৩৫৪ টাকা পরিশোধ করেছে । সম্প্রতি কোম্পানির ভাইস চেয়ারম্যান মো: আমিন হেলালী এমএ রব খানের পরিবারের নিকট উক্ত টাকার চেকটি হস্তান্তর করেন।
চেক প্রদানের সময় মো: আমিন হেলালী বলেন, বেঙ্গল ইসলামি লাইফ তার গ্রাহক এবং কর্মীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং কর্মীদের জন্য দীর্ঘ মেয়াদী কর্মক্ষেত্র হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব প্রদান করে। এই প্রতিষ্ঠান বেতনের পাশাপাশি কর্মীদের অন্যান্য সুবিধা প্রদানে সবসময় যত্নশীল।
তিনি আরোও বলেন, চাকুরী পরবর্তী সময়েও কর্মী ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে বেঙ্গল ইসলামি লাইফ বদ্ধ পরিকর। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে এমএ রব খানের মৃত্যুতে আজকের এই মৃত্যুদাবি ও সার্ভিস বেনেফিটের চেক প্রদান করা হলো।
এসময়ে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আওলাদ হোসেন, এইচআর বিভাগের প্রধান মোহাম্মদ সফিকুল ইসলাম, স্মার্ট-আমানাহ প্রকল্প প্রধান মো: মিরাজ ভূইয়া, স্মার্ট-ড্রিম প্রকল্প প্রধান মো: ওমর ফারুক প্রমুখ। উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ ডিসেম্বর হৃদরোদে আক্রান্ত হয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট প্রকল্পের প্রধান এমএ রব খান ইন্তেকাল করেন।