480
ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ

৯ বিষয়ে গবেষণা প্রস্তাব আহ্বান : বীমা খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণার উদ্যোগ নিয়েছে আইডিআরএ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
মার্চ ৬, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বীমা খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা করার উদ্যোগ নিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। এ লক্ষ্যে বীমা খাত সংক্রান্ত ৯টি বিষয়ে গবেষণা প্রস্তাব আহবান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

গবেষণা প্রকল্পে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিদের আগামী ১৩ মার্চের মধ্যে প্রাথমিক গবেষণা প্রস্তাব পাঠানোর আহবান জানানো হয়েছে। গত ১২ ফেব্রুয়রি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে-

বাংলাদেশের বীমা খাতে ডিজিটাল রূপান্তর; বাংলাদেশে বীমার পেনিট্রেশন; বাংলাদেশে বীমা শিল্পে বর্তমান নিয়ন্ত্রণ কাঠামোর কার্যকারিতা; দাবি নিষ্পত্তি; বাংলাদেশে ইন্স্যুরেন্স লিটারেসি; পলিসি ল্যাপস; নন-লাইফ বীমা ব্যবসায় কমিশন সমস্যা; রি-ইন্স্যুরেন্স চ্যালেঞ্জেস এবং গভন্যান্স ইস্যু বা বীমা খাতের শাসন সংক্রান্ত সমস্যা।

আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে সর্বোচ্চ পনেরশ’ শব্দের মধ্যে ২ পৃষ্ঠায় প্রাথমিক গবেষণা প্রস্তাব দাখিল করতে হবে। একইসঙ্গে প্রধান গবেষকের সিভি দাখিল করতে হবে। এক্ষেত্রে ব্যক্তিগতভাবে বা দলগতভাবে এই গবেষণা প্রস্তাব দাখিল করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে আইডিআরএ।

আবেদনের ক্ষেত্রে যেসব যোগ্যতা চাওয়া হয়েছে-

স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিসহ প্রাসঙ্গিক বিশেষজ্ঞ / অনুশীলনকারী; বীমা খাতে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অনুশীলনকারীরা যাদের অভিজ্ঞতামূলক গবেষণার অভিজ্ঞতা রয়েছে; কিউআই জার্নালে একটি প্রকাশনাসহ ব্যবসা/অর্থনীতি গবেষক।

এক্ষেত্রে অভ্যন্তরীণ গবেষকদের জন্য প্রয়োজনীয়তা শিথিলযোগ্য।

বিস্তারিত তথ্যের জন্য www.idra.org.bd-এ আইডিআরএ রিসার্চ গাইডলাইন ২০২৫ অনুসরণ করতে বলা হয়েছে। এ ছাড়াও প্রয়োজনে আইডিআরএ’র রিসার্চ উইং এর সহকারী পরিচালক মো. ইখতিয়ার হাসান খানের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।