480
ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বেক্সিমকোর শ্রমিকদের ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা দিবে সরকার

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
জোনায়েদ মানসুর, ঢাকা
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

২৮ ফেব্রুয়ারি থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে অফকৃত ১৪টি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হবে। বেক্সিমকোর ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিকের পাওনা ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা। এই টাকা আগামী ৯ মার্চ থেকে দেয়া শুরু হবে লে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে অফকৃত ১৪টি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হবে। ১৪টি প্রতিষ্ঠানে ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক কাজ করেন। তাদের পাওনা ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা। এই টাকা আগামী ৯ মার্চ থেকে দেয়া শুরু হবে শ্রমিকদের। এরমধ্যে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা দিবে অর্থ বিভাগ, ২০০ কোটি টাকা শ্রম মন্ত্রণালয়ের তহবিল এবং ২০০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংকের তহবিল।

উপদেষ্টা বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানে যেই ১৩টি ব্যাংক ঋণ দিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনবে সরকার। এ ব্যাপারে অত্যন্ত কঠোর এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি।

এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সেনাপ্রধান অত্যন্ত দক্ষ এবং স্ট্রেইট ফরোয়ার্ড লোক। তিনি বলেন, ‘সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। আমি যতটুক ওনাকে চিনি, সে অনেক সোজা-সাপটা লোক। যা বলার, মানুষের মুখের ওপর বলেন। তার ওপর আমার অনেক সম্মান আছে। উনি কী বলেছেন, না বলেছেন সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না, উনিই দিতে পারবেন।