480
ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বিটনিকের নতুন কো-ফাউন্ডার ও সিইও মীর শাহাদৎ হোসেন

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

বিটনিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের কো-ফাউন্ডার ও সিইও হিসেবে যোগ দিয়েছেন মীর শাহাদৎ হোসেন। প্রায় দুই দশকের বেশি তাঁর অভিজ্ঞতা বিটনিক-এর ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং কোম্পানির মার্কেটিং ও কমিউনিকেশন সার্ভিসকে আরও শক্তিশালী করবে বলে আশা করা যাচ্ছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানিটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মীর শাহাদৎ হোসেন সর্বশেষ, ইমামি বাংলাদেশ লিমিটেড-এর হেড অব মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি ব্র্যান্ড স্ট্র্যাটেজিস ও বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপমেন্ট উদ্যোগে নেতৃত্ব দেন।

এর আগে তিনি ম্যারিকো, জিএসকে এবং ইউনিলিভার বাংলাদেশ-এর মতো আন্তর্জাতিক কোম্পানিতে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজিটাল ট্রান্সফরমেশনস, মিডিয়া স্ট্রাটেজিস, এবং কনজিউমার ইনসাইটস ইনিশিয়েটিভ নেতৃত্ব দিয়েছেন. এছাড়া, সিরিয়াস মার্কেটিং অ্যান্ড সোশ্যাল রিসার্চ-এ তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যেখানে মার্কেটিং রিসার্চ ও কঞ্জ্যুমার ইনসাইট ইনিশিয়েটিভে নেতৃত্ব দিয়েছেন।

বিটনিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড-এ যোগদান প্রসঙ্গে মীর শাহাদৎ হোসেন বলেন, “ইনোভেটিভ ব্র্যান্ড এক্সপেরিয়েন্স নিশ্চিতে বিটনিক শুরু থেকেই ব্যাপক সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে এবং এর একটি অংশ হতে পেরে আমি আনন্দিত। ভোক্তা-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞ দলকে সাথে নিয়ে বিটনিক-এর পাশাপাশি কোম্পানির ক্লায়েন্টদের সার্বিক প্রবৃদ্ধি নিশ্চিতে ভূমিকা রাখতে পারবো বলে আমি আশাবাদী।”

দীর্ঘ ক্যারিয়ারে মীর শাহাদৎ হোসেন ব্র্যান্ড ম্যানেজমেন্ট, প্রফিট-লস ওভারসাইট, মার্কেট অ্যাক্টিভেশন, ডিজিটাল ট্রান্সফর্মেশন, কঞ্জ্যুমার রিসার্চ এবং মার্কেটিং স্ট্র্যাটেজিস ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষত, প্রোডাক্ট লঞ্চিং ও ডিজিটাল ইনোভেশনে ধারাবাহিক সফলতার মাধ্যমে তিনি মার্কেটিং ও কমিউনিকেশন সেক্টরে অনন্য পরিচিতি অর্জন করেছেন।

বিটনিক সম্পর্কেঃ
বিটনিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড একটি প্রযুক্তিভিত্তিক স্ট্র্যাটেজিক ক্রিয়েটিভ এজেন্সি, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্লায়েন্টদের জন্য ইনোভেটিভ ব্র্যান্ড এক্সপেরিয়েন্স ও সাফল্য নিশ্চিতে ভূমিকা পালন করে আসছে।