480
ঢাকাশনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল ব্যাংকের ৬৪৪ কোটি টাকা আত্মসাতের মামলা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলার গৌরব ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড থেকে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড ও দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে ৬৪৪ কোটি ৩৪ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে আরও দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন প্রথম মামলায় ১৩ জন এবং অপর মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে।

এক মামলায় আসামিদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা অবৈধভাবে ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে পরে সুদ-আসলসহ ৫৮৩ কোটি ১৩ লাখ ৩ হাজার ৮৪৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ মামলার আসামিরা হলেন, মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলম আহমেদ, পরিচালক বাবু হরিদাস বর্মন, পরিচালক, ন্যাশনাল ব্যাংকের সাবেক ডিএমডি ও সাবেক ব্যবস্থাপক আরীফ মো. শহীদুল হক, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ।

এছাড়া ব্যাংকটির সাবেক পরিচালক ও সিকদার পরিবারের সদস্য রন হক সিকদার, রিক হক সিকদার, পরিচালক মোয়াজ্জেম হোসেন, সাবেক স্বতন্ত্র পরিচালক এ কে এম এনামুল হক শামীম, সাবেক পরিচালক খলিলুর রহমান, সাবেক পরিচালক জাকারিয়া তাহের ও সাবেক পরিচালক মাবরুর হোসেনকে আসামি করা হয়েছে।

এদিকে দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের কুয়াকাটা শাখা ৪০ কোটি টাকা ঋণ নিয়ে সুদাসলে ৬১ কোটি ২১ লাখ ২০ হাজার ২৭৯ টাকা আত্মসাতের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

এ মামলায় দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সারওয়ার, পরিচালক মোস্তফা মঈন সারওয়ার, ন্যাশনাল ব্যাংকের এমডি চৌধুরী মোসতাক আহমেদ, প্রিন্সিপাল অফিসার ও কুয়াকাটা শাখা ব্যবস্থাপক (চাকুরিচ্যুত) রুমি ইমরোজ রশিদ, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ্ সৈয়দ আব্দুল বারী, সাবেক পরিচালক মনোয়ারা সিকদার, খলিলুর রহমান, মোয়াজ্জেম হোসেন, রিক হক সিকদার, মাবরুর হোসেন এবং সাবেক স্বতন্ত্র পরিচালক নাঈমুজ্জামান ভূইয়া।