480
ঢাকাবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের মতো খারাপ অবস্থা শ্রীলঙ্কার হয়নি: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘‘শ্রীলঙ্কার অর্থনীতি বাংলাদেশের মত এত খারাপ অবস্থায় যায়নি। বাংলাদেশের অর্থনীতিকে অনেকেই শ্রীলঙ্কার সাথে তুলনা করেন। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। বাংলাদেশের মতো হলে শ্রীলঙ্কাকে আর খুঁজেই পেতাম না।’’

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘‘যখন আমরা দায়িত্ব নিলাম, তখন ৬০ ব্যাংকের মধ্যে মাত্র ১২টি ভালো অবস্থায় ছিল। বাকিগুলো খুড়িয়ে খুড়িয়ে চলছে। এরকম কোনো দেশে হয়েছে কি? ওয়ান থার্ড ব্যাংক কাজ করে না।’’

তিনি বলেন, ‘‘টকশোতে শ্রীলঙ্কার উদাহরণ দেয়, মূল্যস্ফীতি কমে গিয়েছিল, এতটুকু একটা দেশ। তাদের রাজনৈতিকভাবে যেই আসে, পলিসি হল; যেই সরকারই আসুক তাদের একটা চুক্তি থাকে, তাকে সার্পোট করতে হবে। আর আমাদের অনেক চ্যালেঞ্জ। আমাদের পছন্দ করেন না। চলে যান, এই-সেই বলছেন। এসবের মধ্যে থেকে চেষ্টা করছি কিছুটা সহনীয় রাখতে।’’

সামনে রমজান মাস, এর মধ্যে ফল ব্যবসায়ীরা ভ্যাট-ট্যাক্স না কমালে আমদানি ও খালাস বন্ধের ঘোষণা দিয়েছেন- এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘‘সেটা তাদের বিষয়। এ বিষয়ে আমার আর কোনো অ্যাকশন নেওয়ার নেই। রমজান মাসে দেখা যাবে ফল আমদানির কী পরিস্থিতি। আমরা খেজুর আমদানি করছি। বহু আগেই খেজুর আমদানিতে শুল্ক তুলে দেওয়া হয়েছে।’’

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে বিনিয়োগকারীরা সোমবার সমাবেশ করছেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘সেগুলো তারা বলুক। একেকজন নানা কথা বলবে, যার যার অবস্থান থেকে। যারা লোকসান দেবে তাদের প্রতি সমবেদনা থাকবে। আর এটা তো নতুন চেয়ারম্যানের কাণ্ড না। আগে যারা ছিল, তারা এ কাণ্ড করেছে। তারা যেভাবে টাকা নিয়েছে, সুকুকের তিন হাজার কোটি টাকা নিয়ে গেছে। আমরা এসব বিষয় সমাধানের চেষ্টা করব।’’