480
ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

সিএমইএ’র উদ্যোগে “শেপিং বাংলাদেশ : ডিজাইনিং টুমরো, বিল্ডিং টুডে” অনুষ্ঠিত

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উবা প্রতিবেদক, ঢাকা
ফেব্রুয়ারি ১, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

প্রযুক্তিগত উদ্ভাবন, সামাজিক অগ্রগতি ও টেকসই উন্নয়নের মাধ্যমে উজ্জ্বল বাংলাদেশ বিনির্মাণে লক্ষে সিরামিক বাংলাদেশ ম্যাগাজিনের উদ্যোগে সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল শেপিং বাংলাদেশ : ডিজাইনিং টুমরো, বিল্ডিং টুডে শিরোনামের অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিল্ডিং ম্যাটেরিয়ালের বিশেষজ্ঞরা বাংলাদেশের ক্রমবর্ধমান প্রেক্ষাপটে চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রবৃদ্ধি বাড়ানোর কৌশল তুলে ধরেন। আলোচনায় বিভিন্ন প্রকৌশলী. স্থাপত্যবীদ এবং নির্মাণ শিল্পের ব্রান্ড হেডগণ অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিএমইএ আয়োজিত এ অনুষ্ঠানে প্রিন্সিপাল স্পন্সর হিসাবে আকিজ সিরামিক এবং পাওয়ার্ড বাই স্পন্সর হিসাবে ফ্রেস ও এক্স সিরামিক অংশ নেন। অনুষ্ঠানে টাইলস্ এর প্রদর্শনী ছিল।

এই অনুষ্ঠানে অধ্যাপক প্রকৌশলী ড. শামীম জেড. বসুনিয়া ও অধ্যাপক আর্কিটেক্ট শামসুল ওয়ারেসকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ -রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ সিদ্দিকুর রহমান সরকার, প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর আবু সায়ীদ এম আহমেদ , আইইবি’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম রেজু , বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ এফসিএমএ, জেনারেল সেক্রেটারী ইরফান উদ্দিন ও বিসিএমইএ বোর্ড সদস্যগণ এবং গণ্যমান্য অতিথীগণ। অনুষ্ঠানে সিরামিক বাংলাদেশ ম্যাগাজিনের ৫ বছর পুর্তি কেক কাটা হয়।