480
ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাস্পের বাণিজ্য যুদ্ধ শুরু হচ্ছে আজ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

আজ থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্ত বাস্তবায়িত হতে যাচ্ছে। নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পূর্বঘোষণা অনুযায়ী তিনি কাজ করবেন। অর্থাৎ শনিবার থেকেই দেশ দুটি থেকে আসা পণ্যের ওপর এই শুল্ক বসছে।

তবে ট্রাম্প উল্লেখ করেছেন, দেশ দুটি থেকে আসা তেলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

কানাডা ও মেক্সিকোর পণ্যে এমন শুল্ক আরোপের উদ্দেশ্যও ব্যাখ্যা করেন ট্রাম্প। তিনি বলেন, তার এই পদক্ষেপের উদ্দেশ্য হলো, বিপুলসংখ্যক নথিপত্রহীন অভিবাসী আসার বিষয়টি সামাল দেওয়া। যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে ফেন্টানাইল (মাদক) আসা বন্ধ করা। পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্যঘাটতি কমানো। তবে ঐ দুই দেশ বিষয়টিকে ভালোভাবে নেয়নি, কারণ এর ফলে তাদের ব্যাপক ক্ষতি হবে।কানাডা ও মেক্সিকো এর আগেই জানিয়েছে, তারা মার্কিন শুল্কের জবাবে তাদের নিজস্ব ব্যবস্থা গ্রহণ করবে। কানাডা বলেছে, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়েছে। পার্সটুডে