480
ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের বিনিয়োগের পথ সহজ করেছে বাংলাদেশ ব্যাংক

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উবা প্রতিবেদক, ঢাকা
জানুয়ারি ২৮, ২০২৫ ২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানিতে প্রবাসীদের বিনিয়োগের পথ সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই প্রবাসীরা এসব কোম্পানির শেয়ার কিনতে পারবেন। এই প্রক্রিয়ায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। তবে সব ধরনের কোম্পানির ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য হবে না। স্টক এক্সচেঞ্জের তালিকার বাইরে থাকা কোম্পানির ক্ষেত্রেই কেবল এই সুবিধা পাওয়া যাবে।

সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক দেশে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) বিষয়ক একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে অনুসারে, এই প্রক্রিয়ায় বিনিয়োগ করতে চাইলে অবশ্যই ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা আনতে হবে। এই বৈদেশিক মুদ্রা নগদায়নের পরই কেবল সংশ্লিষ্ট কোম্পানি বিনিয়োগকারীর নামে শেয়ার ইস্যু করতে পারবে। এই বৈদেশিক মুদ্রা যে ইক্যুইটি তথা শেয়ার কেনার জন্য আনা হয়েছে, নথিপত্রের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে।

শেয়ার ইস্যু করার ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বিনিয়োগ বিভাগে (এফইআইডি) একটি ঘোষণাপত্র জমা দিতে হবে। এর মধ্যে প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। সেখানে শেয়ারহোল্ডারের নাম-ঠিকানা, শেয়ারের সংখ্যা, ইস্যুর তারিখ, প্রতি শেয়ারের অভিহিত মূল্য, শেয়ার প্রিমিয়াম, অনলাইনে ব্যবহৃত রিপোর্টিং আইডি, ইস্যু করা শেয়ারের মোট মূল্যমান, বৈদেশিক মুদ্রায় বিনয়োগের পরিমাণ, বিনিয়োগ দেশে আনার তারিখ, বিনিয়োগকারীর দেশের নাম প্রতিবদেনে উল্লেখ করতে হবে। এছাড়া সুইফটের মাধ্যমে লেনদেনের জন্য উপযুক্ত হিসাব নম্বর, খুদে বার্তার মাধ্যম হিসাবে ই-মেইল, স্বাক্ষর উল্লেখ করতে হবে।

নির্দেশনায় বলা হয়, শেয়ার ইস্যুর আগেই বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে হবে। শেয়ারহোল্ডার এবং বিনিয়োগের উৎস ও দেশ উল্লেখ করতে হবে। দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের পাঠানো প্রতিবেদন বাংলাদশ ব্যাংক যাচাই-বাছাই করে ১৪ দিনের মধ্যে নির্দেশনা দেবে।