দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন ডিএসইতে খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৬ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ১৬ শতাংশ। আর ৭ দশমিক ২২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড । এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, এইচ আর টেক্সটাইল, আফতাব অটোজ, ইউনাইটেড ইন্স্যুরেন্স, গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও রানার অটো।
দরপতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৪৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের দর কমেছে আগের দিনের তুলনায় ৮ দশমিক ৬৮ শতাংশ। আর ৭ দশমিক ৫৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ। এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বে লিজিং, ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড, ফনিক্স ফাইন্যান্স, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, ফারইস্ট ফাইন্যান্স, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক এবং প্যাসিফিক ডেনিম্স।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)