ব্যাংক জালিয়াতিতে এস আলমের প্রধান সহযোগী হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে ১৯ ডিসেম্বর অফিস ছাড়তে বাধ্য করা হয়। এরপর থেকে ব্যাংকটিতে তিনাকে আর ঢুকতে দিচ্ছেন না কর্মকর্তারা।
ব্যাংকটির পর্ষদে এস আলমের আধিপত্য থাকায় সেসময় নিয়োগ পাওয়া মনিরুল এমডি পদে বহাল থেকে এস আলমকে নতুন করে সহায়তার তথ্য ফাঁসের পর কর্মকর্তারা ক্ষেপে যান। বৃহস্পতিবার কিছু কর্মকর্তা তাকে পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করেন। সেই দিন ব্যাংকের একদল কর্মকর্তার বাধার মুখে অফিস থেকে চলে যেতে বাধ্য হন।
ইসলামী ব্যাংকের এক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সংবাদ মাধ্যমকে বলেন, অভ্যন্তরীণ সমস্যার কারণে ব্যবস্থাপনা পরিচালক অনুপস্থিত আছেন।
এ বিষয়ে বক্তব্যের জন্য তাকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। ব্যাংকটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকেও পাওয়া যায়নি।
সম্প্রতি, দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও এমডি মনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ৯২ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ আছে।
প্রসঙ্গত, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলের পর ব্যাংকটিতে প্রভাবশালী হয়ে উঠেন মুনিরুল মওলা। শুরুতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। আর ২০২০ সালের ডিসেম্বরে তাকে এমডি পদে নিয়োগ দেয় এস আলম মনোনীত পর্ষদ। সরকার পরিবর্তনের পর ব্যাংকটির পর্ষদে পরিবর্তন হলেও এমডি পদে বহাল আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময়ের প্রভাবশালী এ শিবির নেতা।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)