জাতির গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে প্রতিবছরের মতো এবারও উদযাপিত হলো ১৬ ডিসেম্বর, ২০২৪ এর মহান বিজয় দিবস।
এ উপলক্ষে নিউটাউন সোসাইটি র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৮টায় বিজয় র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেমন— কোরআন তেলাওয়াত, দেশাত্মবোধক গান, দেশাত্মবোধক কবিতা আবৃত্তি, ৩৬ জুলাই ২০২৪ বক্তৃতা পর্ব এবং ফুটবল ও ব্যাডমিন্টন ম্যাচের ফাইনাল খেলার আয়োজন করা হয়। নিউটাউন এলাকার শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী ও প্রবীণরাও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
রাত ৮:৩০ এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ৭১ থেকে ২৪ এর মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গল্প নিয়ে আবৃত্তি, নাটক এবং দেশের গান পরিবেশিত হয়। অনুপম সংস্কৃতিক সংসদ এর পরিবেশনায় প্রাণবন্ত পরিবেশনা উপস্থাপিত হয়।
সোসাইটির আহবায়ক নেছার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আবু জাফরের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির অন্যতম উদ্যোক্তা মো. মোতাসিম বিল্লাহ ও খাজা মাসুম বিল্লাহ কাওছারী।
অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফেরদাউস রহমান রুমি, জসিম উদ্দিন সিকদার, জি এম ইমাম হোসেন ইমন, ডা. দেলোয়ার জাহান ইমরান, শরিফ উল্লাহ, জিন্নাতুল ইসলাম, শামিম আহম্মেদ, শিপন আহমেদ, তাজুল ইসলাম প্রমুখ।