বেঙ্গল ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার (৩ডিসেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন পাওয়ার ট্রেইনার, সেলফ্-মেড বাংলাদেশ-এর সিইও ফখরুদ্দীন আসিফ। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো: আমিন হেলালী। সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভূইয়া।
প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আওলাদ হোসেন, স্মার্ট প্রকল্প প্রধান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খান, ইসলামি প্রকল্প প্রধান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: হুমায়ুন কবির, এলিগ্যান্ট প্রকল্প প্রধান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জসিম উদ্দিন, মডেল প্রকল্প প্রধান ও উপ-প্রকল্প প্রধান মো: আবুল হাশেম প্রমুখ।
সারা দেশ থেকে আসা ব্রাঞ্চ ম্যানেজার (বিএম), সেলস্ ম্যানেজার (এসএম), রিজিওনাল সেলস্ ম্যানেজার (আরএসএম), সহকারী প্রকল্প প্রধান এবং উপ-প্রকল্প প্রধান পদমর্যাদার বাছাইকৃত ২০০ জন উন্নয়ন কর্মকর্তা কর্মশালায় যোগ দেন।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)