480
ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

মাইডাসের চেয়ারম্যান নির্বাচিত হলেন পারভীন মাহমুদ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বেসরকারি প্রতিষ্ঠান মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেসের (মাইডাস) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পারভীন মাহমুদ। মাইডাসের ৩২তম বার্ষিক সাধারণ সভায় তাঁকে চেয়ার‍ম্যান নির্বাচিত করা হয়। তিনি একজন সনদপ্রাপ্ত হিসাববিদ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ)।

রাজধানীর ধানমন্ডিতে মাইডাসের প্রধান কার্যালয়ে গত শনিবার প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে অনুষ্ঠিত হয় মাইডাসের পরিচালনা পর্ষদের ৩৭৩তম বৈঠক। প্রতিষ্ঠানটির বিদায়ী চেয়ারম্যান জাহিদা ইস্পাহানী নতুন চেয়ারম্যানকে স্বাগত জানান।

পারভীন মাহমুদ বর্তমানে শাশা ডেনিমস লিমিটেডের চেয়ারপারসন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এ ছাড়া তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রথম নারী সভাপতি ছিলেন।
পারভীন মাহমুদ ব্র্যাক ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। এ ছাড়া তিনি মানুষের জন্য ফাউন্ডেশন, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), বিশ্বসাহিত্য কেন্দ্র ও সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর কাজ ও সমাজে অবদানের জন্য তাঁকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে।
মাইডাসের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বজলুর রহমান খান, সাবিনা আলম, আবদুল করিম, এস এম আকবর, গোলাম রহমান, ড. আবদুল করিম, মনিরুজ্জামান চৌধুরী ও জারীন মাহমুদ হোসেন। এ ছাড়া রাজীব প্রসাদ সাহা ভার্চ্যুয়ালি যোগ দেন।