মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মতি উল হাসান। এর আগে তিনি মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা ছিলেন।
মতি উল হাসান ১৯৮৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ওই ব্যাংকের বিভিন্ন শাখা, শাখা কার্যালয় ও স্থানীয় কার্যালয়ে কাজ করেছেন। মতি উল হাসান আইএফআইসি ব্যাংকের ওভারসিজ অপারেশনসের পাকিস্তান শাখায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এবং নেপাল বাংলাদেশ ব্যাংকে (আইএফআইসির যৌথ উদ্যোগ) ডিএমডি হিসেবে কাজ করেছেন।
২০১৪ সালে মার্কেন্টাইল ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন মতি উল হাসান। কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেন এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন অ্যাসোসিয়েট।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)