480
ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ

পদোন্নতির দাবিতে কৃষি ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উবা প্রতিবেদক
নভেম্বর ৩০, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

পদোন্নতির দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০ম গ্রেডের কর্মকর্তারা। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর মতিঝিলের বলাকা ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভ কর্মসূচিতে বৈষম্যবিরোধী অফিসার’স ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, আমরা ৫ থেকে ৮ বছর হলেও পদোন্নতি পাচ্ছি না। নীতিমালা অনুযায়ী তিন বছরের পর থেকে পদোন্নতি পাওয়ার কথা। তবুও আমরা পদোন্নতি পাচ্ছি না। আমাদের জুনিয়ররাও অনেকে পদোন্নতি পাচ্ছে না। সিনিয়র অফিসাররা সব সুবিধা নিলেও আমাদের গলায় মুলা ঝোলাচ্ছে।

তিনি বলেন, প্রায় সাড়ে তিন হাজার এমন পদোন্নতি বঞ্চিত। গত বছর ১২৫ জনকে পদোন্নতি দিয়েছে। এভাবে কচ্ছপ গতিতে পদোন্নতি দিতে গেলে আগামী ২০ বছরেও আমরা পদোন্নতি পাব না।

জানা যায়, ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা তিন বছর পর নিয়মিত প্রমোশনের ডাকসহ পদোন্নতি পাচ্ছেন। কিন্তু বৈষম্যের শিকার হচ্ছেন ১০ম গ্রেডের কর্মকর্তা। অথচ ব্যাংকটিতে কর্মরত জনবলের অর্ধেকের বেশি ১০ম গ্রেডের কর্মকর্তা। যাদের আড়াই হাজারের অধিক কর্মকর্তার পাঁচ বছরের ঊর্ধ্বে একই পদে চাকরিকাল পূর্ণ হয়েছে এবং সাড়ে তিন হাজারের অধিক কর্মকর্তার তিন বছরের অধিক চাকরিকাল পূর্ণ হয়েছে।

আরও জানা যায়, শাখা পর্যায়ের প্রায় ৮০ শতাংশ কর্মকর্তা ১০ম গ্রেডের হওয়ায় এ গ্রেডের কর্মকর্তাদের মাধ্যমেই ব্যাংকটির ঋণ আদায়-বিতরণ, সাধারণ ব্যাংকিং সেবা, কৃষি খাতে সরকারি অর্থায়ন বাস্তবায়নসহ সিংহভাগ কাজ সম্পাদিত হয়। কিন্তু তারাই বছরের পর বছর উপেক্ষিত থেকে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে পদোন্নতি না পেয়ে একই গ্রেডে থাকায় কর্মকর্তাদের মাঝে ব্যাপক হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এমনকি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।