480
ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ও বিএসআরএমের ঋণমান প্রকাশ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
নভেম্বর ২১, ২০২৪ ১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড এবং বিএসআরএম স্টিলস লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসেল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড: কোম্পানি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএ প্লাস’। আর স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-২’। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণা পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে ক্রিসেল।

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২৯৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৩ হাজার ৬৯৩ কোটি ৮৭ লাখ টাকা। কোম্পানিটির মোট ২৯ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৬২৬ শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের ৪৭ দশমিক ১২ শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রাতিষ্ঠানিক ১৪ দশমিক ৯৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ১৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৭৭ শতাংশ শেয়ার রয়েছে।
বিএসআরএম স্টিলস লিমিটেড: কোম্পানি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএ প্লাস’। আর স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-২’। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণা পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে ক্রিসেল।

‘এ’ ক্যাটেগরির বিএসআরএম স্টিলস লিমিটেড ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৭৫ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪০৩ কোটি ৫ লাখ টাকা। কোম্পানিটির মোট ৩৭ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৫০০টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৭২ দশমিক ০৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ১৭ দশমিক ৬৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী শূন্য দশমিক ৩১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১০ শতাংশ শেয়ার রয়েছে।