বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানাকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ২৬ আগস্ট অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয় সায়েমাকে। তখন একসঙ্গে ১৩১ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব করা হয়েছিল।
এদিকে তিন মাসে (আগস্ট-অক্টোবর) সহকারী সচিব থেকে সচিব পদে ৭৬৮ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিগত তিন মাসের উল্লেখযোগ্য কার্যক্রম সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)