পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানির শেয়ার লেনদেন ডেট সংক্রান্ত কারণে আজ সোমবার (১৮ নভেম্বর) বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে: জেএমআই সিরিঞ্জস, ইফাদ অটোস, নাভানা সিএনজি, রহিমা ফুড কর্পোরেশন, আফতাব অটোমোবাইলস, মালেক স্পিনিং, টেকনো ড্রাগস, ম্যারিকো বাংলাদেশ, দুলামিয়া কটন, খুলনা পাওয়ার, সামিট এলায়েন্স পোর্ট, আমরা নেটওয়ার্ক, সায়হাম কটন মিলস, আমরা টেকনোলজিস, দে শবন্ধু পলিমার, পেনিনসুলা চিটাগং, ইউনাইটেড পাওয়ার এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সূত্র মতে, আজ কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে। আজ রেকর্ড ডেটের আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রতিষ্ঠানগুলো আবার লেনদেনে ফিরবে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)