480
ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

তিন হাজার কোটি টাকা ঋণ পেলো আইসিবি, গ্যারান্টার সরকার

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উবা ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ারবাজারে বিনিয়োগ সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক থেকে ৩ হাজার কোটি টাকা ঋণ পেলো রাষ্ট্রায়াত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এই ঋণের গ্যারান্টার হচ্ছে সরকার।

বুধবার (১৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সুপারিশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো হয়েছে। এতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেছেন অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

এতে বলা হয়েছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রস্তাবিত ঋণ পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে এবং উচ্চহার সুদে গৃহীত তহবিল পরিশোধের মাধ্যমে নিজস্ব আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ মর্মে নিশশ্চয়তা প্রদান করছে যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুকূলে ৩ হাজার কোটি টাকা ঋণ এবং/অথবা ঋণের উপর এজিত/আরোপিত সুদ অথবা উহার (আসল ও সুস) কোন অংশ আইসিবি পরিশোধে অসমর্থ হলে সরকার যথানিয়মে তা পরিশোধ করবে।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরকারকে প্রদেয় মুনাফা থেকে অপরিশোধিত বা বকেয়া ঋণ বা ঋণের উপর ধার্য সুদ সমন্বয় করা যাবে না। এ গ্যারান্টির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৮ (আঠারো) মাসের জন্য বলবৎ থাকবে বলেও চিঠিতে জানানো হয়েছে।