480
ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

রিয়েল ক্যাপিটা গ্রুপের মাসব্যাপী একক আবাসন মেলা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উবা প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রিয়েল ক্যাপিটা গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাসব্যাপী একক আবাসন মেলা শুরু হয়েছে। শনিবার (২ নভেম্বর ) রিয়েল ক্যাপিটা গ্রুপের গুলশান-১, নাফি টাওয়ারের লেভেল ১৯ এ অবস্থিত অফিসে জমকালো বর্ষপূর্তির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন ছাড়াও মাসব্যাপী একক আবাসন মেলা ও প্রতিষ্ঠানটির কুয়াকাটায় পাঁচ তারকা মানের হোটেল শেয়ার ওনারশিপ “ আরসি ওশান ব্লিস” প্রজেক্টের  উদ্বোধন হয়। অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান মো. মানজুর আহমেদ সোহান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আরিফুজ্জামানসহ অন্যান্য পরিচালক ও ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিয়েল ক্যাপিটা গ্রুপ তাদের বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী আবাসন মেলাতে পরিকল্পিত আবাসন, সুপরিকল্পিত জীবন এই প্রতিপাদ্য নিয়ে তাদের “আরসি মায়া কানন” এবং “আরসি রিভারী ভিলেজ” প্রকল্পে অভাবনীয় মূল্য ছাড়সহ তাদের “আরসি সাউথ ভ্যালী” প্রকল্পে বাংলাদেশে প্রথম মোট মূল্যের ১% মাসিক কিস্তিতে বিশাল অফার নিয়ে সকলের জন্য আবাসন নিশ্চিতকরণে এগিয়ে এসেছে। এছাড়াও বাংলাদেশের পর্যটন শিল্পকে এক ধাপ এগিয়ে নিতে রিয়েল ক্যপিটা গ্রুপ মাসিক মাত্র ২ হাজার ১৫০/- টাকা কিস্তিতে কুয়াকাটাতে “আরসি ওশান ব্লিস” নামক একটি পাঁচ তারকা মানের হোটেল মালিকানা হওয়ার সুযোগ দিচ্ছেন, যা পর্যটন খাতে ভবিষ্যতের জন্য এক বিপ্লব।

রিয়েল ক্যাপিটা গ্রুপ, আজ ও আগামীর পথে পরিকল্পিত আবাসনের সমাধানের লক্ষ্যে সস্তায় নয়, ন্যায্য মূল্যে প্লট ও শেয়ার মালিকানা হস্তান্তরের নিশ্চয়তাসহ মাসব্যাপি বুকিং দিলেই আর্কষণীয় নিশ্চিত উপহারের পাশাপাশি তাদের সম্মানিত গ্রাহকদের জন্য “রয়্যালিটি” সুবিধা নিশ্চিত করছে।