ইস্টল্যান্ড ইনস্যুরেন্স পিএলসির ২২৫তম বোর্ড সভায় বুধবার (৩০ অক্টোবর) প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রিজওয়ান রহমান। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের স্পন্সর ডিরেক্টর ছিলেন।
রিজওয়ান রহমান ২০২১-২২ এ ডিসিসিআই সভাপতি ও ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের এমডি ছিলেন। এ ছাড়াও গত এক দশকে বাণিজ্য ও শিল্প খাতে অবদানের পাশাপাশি রিজওয়ান রহমান, বোর্ড অব এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই), বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই), বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ-ফিলিপাইন চেম্বারের দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা শেষ করে ২০০৬ সালে পারিবারিক ব্যবসায় যোগ দেন।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)