480
ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

১৮৮ কোটি টাকা তছরুপের অভিযোগ : মোস্তফা গোলাম কুদ্দুসসহ সোনালী লাইফের ৮ পরিচালক-কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৪ ৩:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাসপেন্ড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ বীমা কোম্পানিটির ৮ পরিচালক-কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, মোস্তফা কামরুস সোবহান, শাফিয়া সোবহান চৌধুরী, তাসনিয়া কামরুন অনিকা, ফজলুতুননেসা, নূর-ই-হাফজা এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান।

দুর্নীতি দমন কমিশন (দুদক)’র উপ-পরিচালক রাকিবুল হায়াত গত মঙ্গলবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এসব পরিচালক-কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।

দুদকের আবেদনে বলা হয়, উল্লেখিত ব্যক্তিরা জাল চুক্তিনামা তৈরি করে বিভিন্ন সময়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের তহবিল থেকে মোট ১৮৭ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৯৬৬ টাকা আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দুদকের মামলা বর্তমানে তদন্তাধীন আছে।

এতে আরো বলা হয়, গত ২০ আগস্ট তাদের বিদেশ গমনে ৬০ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়, যার মেয়াদ শেষ হবে ২২ অক্টোবর। তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।