যুক্তরাজ্যের বাজারে যুক্ত হলো পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা পিএলসির দুইটি পণ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, যুক্তরাজ্যের বাজারে সারট্রালাইন ১০০ এমজি এবং প্রোপিলথিওরাসিল ৫০ এমজি ট্যাবলেটের প্রথম চালান সফলভাবে প্রেরণ করা হয়েছে। এই উচ্চ-মানের ট্যাবলেটগুলো বাংলাদেশের রাজেন্দ্রপুরে রেনেটার ইউকে-এমএইচআরএ অনুমোদিত সুবিধাতে তৈরি করা হয়েছে।
রেনেটা-ইউকে এর ব্র্যান্ডিংয়ের অধীনে এবং একটি স্থানীয় বাণিজ্যিকীকরণ দলের সাথে অংশীদারিত্বে এই ওষুধগুলো শ্রীঘ্রই যুক্তরাজ্যের গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)