480
ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

নাসিব ময়মনসিংহের আহ্বায়ক হলেন মো. আবু সাইদ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উবা প্রতিবেদক, ঢাকা
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশের (নাসিব) ময়মনসিংহ জেলা শাখা কমিটির আহ্বায়ক হলেন সিরুমা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাইদ। রোববার (২২ সেপ্টেম্বর) নাসিব সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, নাসিব/প্রকা/জে. শা/ময়মনসিংহ /ঘ-৫৩/২৪/৫২৩ এক চিঠিতে সিরুমা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাইদকে নাসিবের আহ্বায়ক মনোনয়ন করার তথ্য জানানো হয়। ওই চিঠিতে বলা হয়, নাসিব ময়মনসিংহ জেলা শাখার কমিটি গঠন করার জন্য আপনাকে আহ্বায়ক মনোনীত করা হলো। আপনি নিজ দায়িত্বে আগামী ০৪ (চার) মাসের মধ্যে আপনার জেলার ক্ষুদ্র, মাঝারী ও কুটির শিল্প উদ্যোক্তাদের সমন্বয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ময়মনসিংহ জেলা শাখার কমিটি গঠন করে কমিটির তালিকা নাসিব প্রধান কার্যালয়ে প্রেরণ করবেন। আপনার জেলার সকল সদস্যগণের পূর্ণাঙ্গ কাগজ পত্রের (ট্রেড লাইসেন্স, টিন, এনআইডি এর ফটোকপি ও ছবি) অবশ্যই প্রেরণ করতে হবে। এখন থেকে আপনি আপনার জেলার ক্ষুদ্র, মাঝারী ও কুটির শিল্প উদ্যোক্তাদের প্রতিনিধিত্ব করবেন এবং নাসিব সংশ্লিষ্ট সকল কর্মকান্ডে অবদান রাখতে সচেষ্ট হবেন। ওই চিঠিতে ধন্যবাদ দিয়েছেন নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি মিজী নূরুল গণী শোভন।

 

 

 

 

 

 

+