সাভারের আশুলিয়ার বার্ডস গ্রুপ ‘লে অফ’ ঘোষণার প্রতিবাদে শ্রমিকগণ সড়ক অবরোধ করে রাখেন। বুধবার (২৮ আগস্ট) সকাল সোয়া ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়ক অবরোধ করায় নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিন দেখা যায়, বুধবার সকাল সোয়া ৮টায় আশুলিয়া থানাধীন বুড়ীর বাজার এলাকার বার্ডস গ্রুপের আর এন আর ফ্যাশনস লিঃ, বার্ডস গার্মেন্টস লিঃ, বার্ডস ফেডরেক্স লিঃ এবং বার্ডস এ এন্ড জেড লিঃ ফ্যাক্টরিতে লে অফ ঘোষণার প্রতিবাদে অসংখ্য শ্রমিক নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় (বাইপাইল মোড়ের উত্তর পাশে) অবস্হান করেন। ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে শ্রমিকদের কিছু অংশ বাইপাইল মোড়ে অবস্থান নিলে গোলযোগের আশঙ্কায় নিকটবর্তী ফাউন্টেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লিঃ কারখানাসহ ৪/৫ টি ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করে। পরে সকাল ১০টায় সেনাবাহিনী ও বিজেবি’র টহল টিম ঘটনাস্হলে পৌঁছে শ্রমিকদের প্রতি আহ্বান জানালে তারা রাস্তার একপাশে চলে যায়। এর ৩০ মিনিট পরে সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
এদিকে, বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে ৭টি বাসযোগে শ্রমিকরা বিজিএমইএ এর উদ্দেশ্যে রওনা হয়। বর্তমানে ঘটনাস্থলে সেনা, বিজিবি ও শিল্প পুলিশের টহল টিম উপস্হিত আছে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)