চারটি কারখানা বন্ধ ঘোষণা করছে বার্ডস গ্রুপ। আজ মঙ্গলবার থেকে এ গ্রুপের কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়। গতকাল (২৭ আগষ্ট) বার্ডস গ্রুপের এক উপ-মহাব্যবস্থাপকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ডস গ্রুপের অন্তর্ভুক্ত বাইপাইল, আগুলিয়া, সাভার, ঢাকায় অবস্থিত বার্ডস আর এন আর ফ্যাশনস লি., বার্ডস গার্মেন্টস লি., বার্ডস ফেডরেক্স লি. এবং বার্ডস এ এন্ড জেড লি. এ কর্মরত সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশিক অর্থনৈতিক মন্দার কারণে বেশ কিছুদিন যাবৎ কারখানাতে কোন প্রকার কাজ নেই। ইহার পরেও কারখানা কর্তৃপক্ষ অব্যাহত ভাবে আর্থিক লোকসানের মধ্য দিয়ে ব্যবস্যায়িক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। শত চেষ্ঠা করেও নতুন কোন কাজের অর্ডার সংগ্রহ করতে পারেনি। যা কর্তৃপক্ষের নিয়ন্ত্রন বহির্ভূত। এমতাবস্থায়, কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১২ মোতাবেক ২৮ আগস্ট ২০২৪ তারিখ হতে কারখানার সকল সেকশনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেহেতু এরুপ কাজ বন্ধ রাখার মেয়াদ ৩ কর্মদিবসের অধিক সেহেতু সংশ্লিষ্ট শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগনদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১২(৮) বিধান মোতাবেক লে-অফ করা হলো। উক্ত লে-অফকালীন সময়ে যে সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণের চাকুরির মেয়াদ ১ বছরের অধিক হয়েছে তাদেরকে বাংলাদেশ শ্রম আইনের ধারা ১৬ মোতাবেক ক্ষতিপূরণ প্রদান করা হবে। কাজ বন্ধকালীন সময়ে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণের কর্মস্থলে উপস্থিত হয়ে হাজিরা প্রদান করার প্রয়োজন নাই।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইতিমধ্যে কাজের অর্ডার পাওয়া গেলে কারখানা খোলার তারিখ যথারীতি নোটিশের মাধ্যমে জানানো হবে। প্রকাশ থাকে যে, নিরাপত্তা প্রহরীগণ লে-অফ এর আওতামুক্ত থাকবে। এ ঘোষণা কারখানা সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে।