480
ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

বিকেএমইএর নতুন সভাপতি মোহাম্মদ হাতেম

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উবা প্রতিবেদক, ঢাকা
আগস্ট ২৬, ২০২৪ ৩:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

টানা ১৪ বছর পর বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতির পদ ছেড়েছেন এ কে এম সেলিম ওসমান। দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে সমঝোতার মাধ্যমে পর্ষদ গঠন করে সভাপতির পদ আঁকড়ে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এ সংসদ সদস্য। সেলিম ওসমান পদ ছাড়ার পর সংগঠনটিতে নতুন সভাপতি হয়েছেন মোহাম্মদ হাতেম। তিনি এতোদিন সংগঠনটির নির্বাহী সভাপতির দায়িত্বে ছিলেন।

রবিবার (২৫ আগস্ট) বিকেএমইএর ঢাকা কার্যালয়ে সংগঠনের পরিচালনা পর্ষদের বোর্ড সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। বিকেএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এ কে এম সেলিম ওসমান সংগঠনের সভাপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন, যা পর্ষদে সর্বসম্মতিতে গৃহীত হয়। বিকেএমইএর নতুন পরিচালনা পর্ষদে সহসভাপতি থেকে নির্বাহী সভাপতির দায়িত্ব পেয়েছেন ফজলে শামীম এহসান। এ ছাড়া পরিচালক থেকে সহসভাপতি হয়েছেন মো. শামসুজ্জামান। নবগঠিত পর্ষদে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে আছেন মনসুর আহমেদ। সহসভাপতি পদে আরও আছেন অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, মোরশেদ সারোয়ার সোহেল, আখতার হোসেন অপূর্ব ও মোহাম্মদ রাশেদ।

জানা গেছে, ২০১০ সালের ২০ সেপ্টেম্বর থেকে বিকেএমইএর সভাপতির পদে ছিলেন সেলিম ওসমান। সর্বশেষ ২০১২ সালে ভোটের মাধ্যমে সভাপতি হন তিনি। তারপর ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২১ ও ২০২৩ সালে সমঝোতার মাধ্যমে পর্ষদ করে সভাপতি হন সেলিম ওসমান।

বিকেএমইএর জন্মলগ্ন থেকেই মোহাম্মদ হাতেম নিটওয়‍্যার খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন মেয়াদে তিনি বিকেএমইএ পরিচালনা পর্ষদে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এমবি নিট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকও মোহাম্মদ হাতেম। তিনি দীর্ঘদিন ধরে বিকেএমইএর সহসভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি নির্বাহী সভাপতি হন।

সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোহম্মদ হাতেম বলেন, ‘বর্তমান পর্ষদের নির্ধারিত মেয়াদ শেষ হলে ভোটের মাধ্যমে সংগঠনের নতুন পর্ষদ গঠন করা হবে।’

মোহাম্মদ হাতেম আরও বলেন, ‘নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিকেএমইএর নতুন পর্ষদ কাজ করবে। প্রধান উপদেষ্টার ভাবমূর্তি কাজে লাগিয়ে কীভাবে তৈরি পোশাকের রপ্তানি আরও বাড়ানো যায়, আমরা সেই চেষ্টা করব। একই সঙ্গে বর্তমানে উদ্যোক্তারা যেসব সমস্যায় রয়েছেন যেমন-ঋণপত্র খোলা ও আর্থিক সহায়তা পাওয়া নিয়ে হয়রানি, সেগুলো নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাজ করব।’