উদ্যোক্তাদের স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ নারী ও যুব উদ্যোক্তা ফোরাম (বিডব্লিউওয়াইইএফ)। যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ২০২২সালের ১৩ সেপ্টেম্বর নিবন্ধনপ্রাপ্ত হয়। নিবন্ধন নং যউঅ/১৮৫। কিন্তু এক অশুভ শক্তি ক্ষমতার অপব্যবহার করে নিবন্ধনটি বাতিল করে দেয়। সংগঠনটির নতুন নিবন্ধন নং যউঅ/২৬২। যা ১৫ আগস্ট ২০২৪ সালে ফেরত পায় সংগঠনটি। এদিন বাংলাদেশ নারী ও যুব উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহীন রেজার হাতে সনদটি তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের উপ পরিচালক বিরাজ চন্দ্র সরকার, সহকারী পরিচালক নাসরিন বেগম, রামপুরা থানা যুব উন্নয়ন কর্তকর্তা জামাল নাসের খান, প্রশিক্ষক মো মনোয়ার হোসেন প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নারী ও যুব উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহীন রেজা উদ্যোক্তা বাংলাদেশকে বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবাণীতে ‘বাংলাদেশ নারী ও যুব উদ্যোক্তা ফোরাম’ নিবন্ধনটি ফিরে পেয়েছে। তিনি বলেন, ‘আমাদের এই প্রাপ্তি দেশের সব ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসর্গ করছি। আপনারাই আমাদের কাজ করার মূল শক্তি ও অনুপ্রেরণার উৎস। শাহীন রেজা বলেন, আমরা বিএনপি ঘরোনার সংশ্লিষ্টতার কারণে এক অশুভ শক্তি ক্ষমতার অপব্যবহার করে আমাদের সংগঠনের নিবন্ধনটি বাতিল করে দেয়। নতুন নিবন্ধন পাওয়ায় এখন থেকে পুরোদমে দেশের উদ্যোক্তাদের জন্য কাজ করে যাব । ইনশাআল্লাহ।
নিবন্ধন ফের পাওয়ায় সংগঠনের সভাপতি ব্যারিস্টার আব্দুল্লাহ আল হাসান সাকিব, সহ-সভাপতি সোনিয়া রহমান, সহ-সভাপতি মাসুদ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোনায়েদ মানসুর, সাবেক পরিচালক একেএম হাফিজুল্লাহ খান, উত্তরণের টিম লিডার কামরুজ্জামান বাবু, যুব উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক কর্মকর্তা এবং পরিদর্শন কর্মকর্তাসহ সংগঠনের উপদেষ্টামণ্ডলী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য, সব জেলা সমন্বয়ক, জেলা সভাপতি, সেক্রেটারি, অনলাইন গ্রুপ মডারেটর, সক্রিয় সদস্যরা অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা গেছে, বিডব্লিউওয়াইইএফ’র লক্ষ্য দেশব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তাদের সুসংগঠিত করে তাদের দক্ষতা উন্নয়নে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ বাস্তবায়ন, লজিস্টিক সাপোর্ট, সহজ শর্তে ফান্ড সাপোর্ট, উৎপাদিত পণ্য বিক্রয় সোর্সসহ সব ধরনের সহযোগিতা করা। সংগঠনটি বিডা, বাণিজ্য মন্ত্রণালয়, বিসিক, যুব উন্নয়ন অধিদপ্তর, এসএমই ফাউন্ডেশন, সমাজসেবা অধিদপ্তর, এন্টারপ্রিউনারশিপ বাংলাদেশ, উত্তরণসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দাতা সংস্থার সঙ্গে লিংকের মাধ্যমে তথ্য আদান-প্রদান ও সফল বাস্তবায়নে এই সংগঠন দীর্ঘ তিন বছর ধরে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। সংগঠনের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং আগামী ৫ বছরের সাংগঠনিক পরিকল্পনা প্রণয়নের ভিক্তিতে তিন মাসের ঐকান্তিক প্রচেষ্টায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত হলে এক অদৃশ শক্তির কারণে উদ্যোক্তাদের এ সংগঠনের নিবন্ধনটি বাতিল করে দেয়া হয়।
সংগঠনটি নিবন্ধন পাওয়ার পর বন্যা দুর্গতদের সহায়তা, রক্তদান, অস্বচ্ছল পরিবারকে সহায়তাসহ সামাজিক নানা কর্মসূচি করে থাকে। এছাড়া ২৩ সালের ১২ ফেব্রুয়ারি প্রথম ক্ষুদ্র উদ্যোক্তা সম্মেলন করে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)