শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন আহসান জামান চৌধুরী।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী চলতি মাসের ১০ জুলাই ট্রাস্ট ব্যাংকের এমডি পদে যোগদান করেন।
উল্লেখ্য, ডিএসই প্রথমে জানিয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি নিয়োগ করা হয়েছে। পরে সেটি সংশোধন করে জানায় ট্রাস্ট ব্যাংকের এমডি নিয়োগ করা হয়েছে।