480
ঢাকাসোমবার , ১৫ জুলাই ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতার পর্যটন মেলায় বাংলাদেশের ৮টি কোম্পানি

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
জুলাই ১৫, ২০২৪ ৪:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

কলকাতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী পর্যটন বা টিটিএফ মেলা। কলকাতার সায়েন্স সিটিসংলগ্ন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে গত শুক্রবার শুরু হয়েছে এই মেলা। মেলায় যোগ দিয়েছে ভারতসহ বিশ্বের ৪৫০টি পর্যটন কোম্পানি। বাংলাদেশ থেকে যোগ দিয়েছে আটটি কোম্পানি।
এবারের এই পর্যটন মেলার অংশীদার দেশগুলো হলো শ্রীলঙ্কা, বাংলাদেশ, মৌরিতাস ও থাইল্যান্ড। এসেছে সেই সব দেশের পর্যটন সংস্থা ও প্রতিনিধিরা।
বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা শারমিনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল এ মেলায় অংশ নিয়েছে।
বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান মেলায় যোগ দিয়েছে, তার মধ্যে স্পিড হলিডেজ, এ-১ ট্যুর সলিউসন, এভারগ্রিন ট্যুরিজম নেটওয়ার্ক, বেঙ্গল হলিডেজ, রিভার অ্যান্ড গ্রিন ট্যুরস, হোটেল গ্র্যান্ড পার্ক, বিজকন হলিডেজ রয়েছে।
বাংলাদেশের আটটি স্টলে বিভিন্ন পর্যটনকেন্দ্র ও সেখানে পর্যটনের নানা সুবিধা-সংবলিত প্রচারপত্র বিলি করা হচ্ছে। যেসব পর্যটক বাংলাদেশে ভ্রমণে আগ্রহী, তাঁদের ভ্রমণের বৃত্তান্ত ও সম্ভাব্য খরচের বিষয়ে অবগত করা হচ্ছে। দেওয়া হচ্ছে নানা তথ্য-সংবলিত ব্রসিয়ার।