480
ঢাকাসোমবার , ১৫ জুলাই ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

সিটিজেনস ব্যাংকের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
জুলাই ১৫, ২০২৪ ৪:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বাণিজ্যিক কার্যক্রম শুরুর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে উদ্‌যাপন করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি। ৩ জুলাই মতিঝিলে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিজেনস ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন তৌফিকা আফতাব, স্পনসর শেয়ারহোল্ডার আনিসুল হক, এমপি; স্পনসর পরিচালক এস কে মো. ইফতেখারুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক এন কে এ মবিন এফসিএস, এফসিএ এবং সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমসহ ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান কার্যালয় ছাড়াও ঢাকা ও ঢাকার বাইরে প্রতিটি শাখায় গ্রাহকদের উপস্থিতিতে নানা আয়োজনে ব্যাংকটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।
বহুমুখী জীবনের গল্পে সব নাগরিকের স্বপ্ন ও সম্ভাবনার সঙ্গে থাকার প্রত্যয় নিয়ে এবং সর্বাধুনিক ব্যাংকিং ও উন্নত গ্রাহকসেবার প্রতিশ্রুতি নিয়ে ২০২২ সালের ৩ জুলাই বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম শুরু করে সিটিজেনস ব্যাংক পিএলসি। পঞ্চম প্রজন্মের ব্যাংক হিসেবে গ্রাহকদের বিশ্বাস ও আস্থাকে পুঁজি করে সিটিজেনস ব্যাংক তাদের এই পথ পরিক্রমায় দুই বছর অতিক্রম করল।
প্রতিষ্ঠার পর থেকেই প্রযুক্তিগত ও আধুনিক সেবার সমন্বয়ে গ্রাহকসেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে সিটিজেনস ব্যাংক। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছে সিটিজেনস ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদ।