480
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

আব্দুল মোনেমের তিন প্রকল্পে ব্যবহার হবে বসুন্ধরা সিমেন্ট

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
জুলাই ১১, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনায় নির্মাণাধীন সরকারি তিনটি প্রকল্পে ব্যবহার হবে বসুন্ধরা সিমেন্ট। এ উপলক্ষে গত ৬ জুলাই রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট খাতের ডিএমডি কেএম জাহিদ উদ্দিন ও আব্দুল মোনেম গ্রুপের জিএম (কো-অডিনেশন) লে. কর্নেল (অব.) মো. আলমগীর কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মোনেম লিমিটেডের এমডি এএসএম মাইনউদ্দিন মোনেম ও জিএম (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মোহাম্মদ মিজান সরওয়ার।

আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনায় নির্মাণাধীন প্রকল্প তিনটি হচ্ছে সাসেক-২, উইকেয়ার ও এসটিআরআইপি প্রকল্প। সরকারি এসব প্রকল্প নির্মাণে তিন লাখ টনের বেশি সিমেন্ট সরবরাহ করবে বসুন্ধরা সিমেন্ট।

অনুষ্ঠানে আব্দুল মোনেম লিমিটেডের এমডি এএসএম মাইনউদ্দিন মোনেম বলেন, ‘বসুন্ধরার মতো একটি কোয়ালিটিফুল কোম্পানির সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে বসুন্ধরার সিমেন্ট ব্যবহার হয়েছে। বসুন্ধরা গ্রুপ দেশের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের প্রতি দায়বদ্ধতা দেশের মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।’

সড়ক অবকাঠামো খাতের সবচেয়ে বড় প্রকল্প সাউথ এশিয়ান সাব-রিজিওনাল কো-অপারেশন বা সাসেক-২। এ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল হয়ে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার দৈর্ঘ্যের মহাসড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। উইকেয়ার হচ্ছে ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর ফেজ-১-এর আওতায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক উন্নয়ন প্রকল্প (এন-৭)। এসটিআরআইপি হচ্ছে তামাবিল থেকে সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্প। প্রকল্প তিনটির নির্মাণকাজ করছে নির্মাণপ্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড।